কান্দে আমার পরান পাখি
          ব্যাকুল হয়ে জারেজার।
ঘুরে বেড়ায় জগত জুড়ে
          আপন কেহ নয় যে তার।।


মগ ডালেতে বেঁধে বাসা
করে যায় সে কতো আশা,
ঝড়ের তোড়ে ভেঙ্গে পড়ে
          বাসাখানি হয় চুরমার॥


শক্ত ডালে পোক্ত করে
বেঁধেছিলো বাসা ওরে,
অকালের ঝড় ভাঙ্গলো সে ঘর
          শক্তি নেই বাঁধে আবার॥


নীড় হারা এক ব্যাকুল পাখি
দুঃখে করে ডাকাডাকি,
পরাণ কাঁদে ঘোর বিষাদে
          কবীর করে হাহাকার॥