আজ যে শুনেছি ফসলের ডাক নতুন সম্ভাষণে।
এসো এসো সব কিষানকিষাণি আনন্দঘন মনে।।


মাঠে মাঠে জ্বলে সোনালি ফসল অপরূপ রূপ সাজে,
ধানের সুবাস বাতাসে বাতাসে ছড়ায় মনের মাঝে।
এসো মিলেমিশে করি উৎসব চাঁদনি ছড়ানো বনে।।


গোধূলি আলোতে রাখালবালক গরু লয়ে ফিরে ঘরে,
তাহার বাঁশরী মধুর লহরি বাজিছে নিপুণ স্বরে।


হেমন্ত রাতে ঘুম নেই চোখে নবান্ন-উৎসব,
মৌ মৌ করা আনন্দধারা চারিদিকে কলরব।
নতুন ধানের মিহিন গন্ধে পুলক আনে যে মনে।।


৩০/০৮/২০১৭
মিরপুর, ঢাকা।