চারিদিকে সবুজ আলো, ঘুচায়ে যাক মনের কালো,
মানব-প্রেমের আলোকধারায় জ্বলো ভুবন মাঝে,
(তোমার) জন্ম তখন সার্থক হবে মানুষের সমাজে।
এমন মানব জীবনখানি পাবে না আর তুমি,
শ্যামল-সুন্দর করে সাজাই আমার জন্মভূমি।।


এই যে নদীর জলরাশি, বনের সবুজ ভালোবাসি,
মনের ভেতর জাগিয়ে রাখি অনিন্দ্যতাকে,
(বলো) মানুষ ছাড়া প্রকৃতিকে বাঁচিয়ে রাখবে কে?
এমন মানব জীবনখানি পাবে না আর তুমি,
শ্যামল-সুন্দর করে সাজাই আমার জন্মভূমি।।


একটি বৃক্ষ কাটার পরে, দু'টি চারা লাগাও ওরে,
সবুজ রঙে রাঙিয়ে তোলো সমস্ত বনানী,
(হবে) স্বপ্নমাখা বাংলাদেশ যে অশেষ রূপের জানি।
এমন মানব জীবনখানি পাবে না আর তুমি,
শ্যামল-সুন্দর করে সাজাই আমার জন্মভূমি।।


২৩/০৭/২০১৭
আমিন বাজার, সাভার, ঢাকা।