বন্ধুরে তুই কেমন আছিস এই আমারে ভুলে?
আমি আজো পথের পানে রই যে নয়ন খুলে॥


সেই সবুজের বন-বনানী
আজো আমার মন নেয় টানি
তোর শরীরের  গন্ধখানি
            ঝরছে ফুলে ফুলে॥


পূর্ণিমার চাঁদ মুঠো মুঠো বিলায় যে জোছনা,
তুই যে আমার সুখের পাখি কেনো বুঝিস না।


চাওয়া-পাওয়ার দ্বন্দ্ব নিয়ে
লুকাইলি তুই কোথায় গিয়ে
তোকে আমার বুকে নিয়ে
           ভাসি নয়ন জলে॥


২৬/০৪/২০১৮
মিরপুর, ঢাকা।