আয় সাকি আয় গান গেয়ে যাই,
আয়রে তুই আয় এ জলসায়।
চপল পায়ে নূপুর পরে
আলতা মেখে রাঙা ও পায়।


তৃষ্ণা মেটার সোহাগ পেতে
শরাব ঢালো ভৃঙ্গারেতে,
নীল পেয়ালা এক চুমুকে
শেষ করে যে আরো সে চায়।


এই রাত আজি ছন্দমধুর,
আনন্দময় গন্ধবিধুর,
খুলে ফেলো শাঁখা-সিঁদুর
বিরহী ঝড় ওই মথুরায় ।


পাহাড় বেয়ে নদী নামে,
চলছে নদী কোন সে ধামে?
ঝংকারী যায় ছলাৎ ছলাৎ
ভীষণ ঝড়ে সে উছলায় ।