চলো না ভিজি এই শরতের বৃষ্টিতে
চলো না যাই কোথাও হারিয়ে
চলো না উড়ি নীল আকাশে
চলো না ভাসি নীল সমুদ্রে ।


কুয়াশা ভেজা ডিসম্বরের শহরে
চলো না হাঁটি কুয়াশার বুক চিরে
চলো না মেঘের বুক থেকে ঝরে
পড়ি বৃষ্টি হয়ে ভালোবাসার শহরে।


চলো না ভিজি এই শরতের বৃষ্টিতে
তোমার হাতটি আমার হাতে রেখে
চলো না নক্ষত্রের মতো লুকিয়ে
গড়ি আমাদের ভালোবাসার শহর ।


চলো না দু'জনে পাখি হয়ে উড়ে
উড়ে বেড়াই প্রেমের শহর জুড়ে
চলো না ভিজি এই শরতের বৃষ্টিতে
চলো না মেঘে ভেসে অনেক দূরে।