তোমার বদন পানে শুধু চেয়ে থাকি
তুমি কেমন করে দিবে আমায় ফাঁকি
আমি স্বপ্নের ঘর বুনেছি হিয়ার মাঝে
অপলক দেখে মোর এই দুটি আঁখি


হাজার গল্প কবিতায় ডাকি নামটি ধরে
কত সুরে সুরে প্রাণের টানে গীত লিখি
হৃদয়ের আঙিনায় শত রঙ্গে রাঙ্গিয়ে রাখি
শুনতে পাও মধুর বাণী কর্ণে বাজে সখি


আহা মরি মরি বলো কি করি ভুবন মাঝে
তোমায় অপেক্ষাতে পথ পানে চেয়ে থাকি
হয়ে আত্ম ভোলা মনে দেয় দোলা একাকী
তোমার প্রেমে কাছে টানে হয়ে আছি বিবাগী
রচনা কাল : ২৭।১১।২০২১
গীতি কার ও সুর কার : জামাল উদ্দিন জীবন