সখিরে তোর পিরিতির অনলে
জলিয়া পুড়িয়া হইলাম সারা ২য়
একি ছিল তোর প্রেমের রীতি
বন্ধু আমায় করিলে গৃহ ছাড়া ২য়


আকাশেতে চাঁদ উঠে দেয় আলো
দিবা নিশি ভাবতে লাগে ভালো ২য়
হৃদয় মাঝে আঁকা বন্ধুয়ার মুখ
দুই নয়নে দেখলে লাগে বড় সুখ ২য়


সোনার অঙ্গ ছাই করিলাম ভালোবেসে
লোক নিন্দা অপবাদ পেলাম অবশেষে ২য়
এখন সয়না প্রাণে প্রেমের জালাতন বন্ধু
আর কত ব্যথা দিব অবুঝ এই অন্তরে ২য়


রোজ নিশিতে স্বপ্ন দেখি মনে কত আসা
তোরে নিয়ে সঙ্গোপনে বাধব সুখের বাসা ২য়
ও স্বপ্ন আমার হয় না পূরণ অন্তরে ক্রন্দন
জীবন বলে এই ছিল মোর ভাগ্যের লিখন ২য়
রচনাকাল : ২৯/০৫/২০২৩