হৃদয়ের গহীনে লুকিয়েছে তুমি
আঁখি পানে দেখতে কভু পাইনি
মনেরই মন্দিরে করেছো আসন
তোমাকে করেছি আমারই আপন


ওগো প্রিয় জন দুরে কেন কাছে আস
আমাকে গড়ে নিতে সাথী মনের মতন
দুচোখের বোবা ভাষা তাকে বুঝে নিয়ো
না বলা কথা গুলি মনে জমা শুনে যেয়ো


কাছ হতে দুরে গেলে খুঁজে পাবে আমাকে
চির সাথী মোরা দুজন সুন্দর এই জগতে
স্বপ্ন কাজল দিয়ে শত রঙে এঁকেছি যার মুখ
তুমি মোর অন্তরে সেই ভাব লেই জাগে সুখ

রচনা কাল ১৫।১২।২০২১
গীতি কার ও সুর কার : জামাল উদ্দিন জীবন