অভিমান করে  চলে গেলে দূরে
জামাল উদ্দিন জীবন


বড় অভিমান করে চলে গেলে দূরে
ফিরে কেন এলে নাগা সুখের নীড়ে
হৃদয় কাঁদে মনটা কাঁদে পিছু ফিরে
তোমার স্মৃতি খেলা করে অন্তর জুড়ে


সাথীরে ওরে প্রিয়ারে আপন মানুষকে
ভুলে তুমি পেরেছ কি করে সুখী হতে


ভুলতে চেয়ে হাজার বার মনে পরে যায়
হিয়ার মাঝে আছো তুমি ভুলে থাকা দায়
দিবা নিশি আঁখির পলকে দেখি তোমাকে
তোমার বসত বাড়ি যত্নে গাড়া আছে বুকে


আসা গুলি মরে গেছে স্বপ্নটা হলো মরি চিকা
যন্ত্রণার প্রতিধ্বনি শুনি কান পেতে শুধু একা
চলার সীমানা শেষ প্রান্তে দাঁড়িয়ে দাও না দেখা
জীবন ওপারে যাব চলে এই ছিলো ভাগ্যে লেখা
রচনা কাল :১০।১১।২০২১
গীতি কার সুর কার : জামাল উদ্দিন জীবন