আজো মনে জাগে হারানো দিনের সেই স্মৃতি
তোমাতে আমাতে মিশে হয়েছে প্রেম পিরিতি
বকুল তলায় ফুল ফুটে দেখি রোজ নিশিতে
আসবে কি ফিরে জীবনে হয়ে পূর্ণিমা শশী।


ওগো প্রেয়সী ওগো প্রেয়সী তারে শুধু কাছে ডাকি


মনের গহীনে কোনে অভিমানে আল পোনা এঁকে
নীরবে দুরে চলে গেলে কিছু বললে না দিয়ে ফাঁকি
তোমার পথ পানে চেয়ে থাকে অপলক দুই আঁখি
নির্জনে একা বসে বসে ভাবি হবে কি মিলন তিথি।


হিয়ার মাঝে ব্যথা নয়নের জ্বলে শুধুই কি নীরবতা।
অভিসারে কেঁদে মরে মনের সঙ্গোপনে অবুঝ কথা  
সব কিছু ভুলে হাতে ফুল তুলে এক বার দাও দেখা
অনেক আসা নিয়ে চির চেনা বনে দাঁড়িয়ে একা।।
রচনা কাল : ২৫।১২।২০২১