নিঝুম সন্ধ্যায় পাখিরা নীড়ে ফিরে
চলার সীমানা হয়েছে শেষ
আমিও যাব ঘরে ফিরে
যেটুকু হয়ে ছিল জানা শুনা
যতনে রেখেছি তা এই অন্তরে ৩


দুচোখে স্বপ্ন আঁকা শুধু তোমাকে নিয়ে
মনের যত কথা বলবো আমি সঙ্গোপনে
তুমি আমার হলে ভালোবাসা দিলে
বাঁধবো সুখের ঘর মোরা দুজন মিলে
ওহে ওহো -----ওহো আহা হা আহা-----


হৃদয়ের আকাশে বসেছে তারার মেলা
অধরা চাঁদ টা আলো দিয়ে করে খেলা
প্রজা পতি এসে কানে কানে বলে
চির সাথী হয়ে থাকবো দুজন এই ধরা তলে


গীতিকার ও সুর কার জামাল উদ্দিন জীবন
রচনা কাল :   ৩১.০৭.২০২১