ঝিরিঝিরি ফাগুন হাওয়া বইছে
আজ মন কত কথাই কইছে
ঝাউ বনে পাখিগুলি গাইছে
হৃদয় মনে প্রেম ঢেউ খেলছে
সাথী সাজাবো সুখের বাসর তোমায় নিয়ে নির্জনে


সুন্দর ভুবন আরো সুন্দর হয়ে উঠে
তুমি থাকলে আমারি চারিপাশে
ভোমর অলিকুল শুনায় যে গীত
সুরে সুরে আমায় ভালোবেসে ২য়


আকাশের চন্দ্র তারা দেয় আলো
নিঝুম নিশিতে লাগে কত ভালো
প্রজাপতি সাজে কত নতুন সাজে
দুটি প্রাণ একি সাথে রঙ্গিন খুশিতে
গীতিকার ও সুর কার জামাল উদ্দিন জীবন
রচনা কাল: ১৩।০৬.২০২০ সন্ধ্যা ৭টা ধানমন্ডি লেক