ঝিরি ঝিরি বৃষ্টি ভেজা এই লগনে
প্রিয়া ছিলো পাশে মধুর বাতায়নে
হিয়ার মাঝে লুকিয়ে আপন মনে
খুঁজি তার পরশ খানি ক্ষণে ক্ষণে


ঝরেছে অঝর ধারায় আজ বারি
থাক তুমি পাশে ফিরবো না বাড়ি
হারাবো দূর অজানায় সঙ্গী করে
সুখের শিহরন জাগে এ অভিসারে


হৃদয়ের বন্দরে আমার মনের ঘরে
সারাটি জনম চাই দিব না পর করে
অনাবিল সুখ খেলা করে যাব না দূরে
জীবনে মরণে রবো তোমার হৃদয় জুড়ে
রচনা কাল : ০৬/১২/২০২১
গীতি কার ও সুর কার : জামাল উদ্দিন জীবন