হবে যখন সমন জারি
তোর বন্ধ হবে দেহ ঘড়ি ২য়
বসে যাবে কোর্টকাছারি
কাঠগড়ায় দারায় আসামী ২য়


বলো নারে ও ভোলা মন….
ভবো নদী কেমনে দিবে পারি ২য়
মুখে তোমার খিল পরিবে রে…
সুন্দর আঁখি আর না দেখিবে ২য়


হাতে পায়ে শিকল দিবে শক্ত করি  
কান্নাকাটি জুড়ে দিবে জগতের উপরে ২য়
বলো নারে ও ভোলা মন….
ভবো নদী কেমনে দিবে পারি ২য়


রঙ্গ রসে হেসে খেলে কাটাইলি বেলা
পারঘাটা তে বসে কান্দি হয়ে একেলা ২য়
সঙ্গের সাথী ছিল যারা সবাই চলে যায়
কর্ম দোষে সব হারালাম এসে অবেলায় ২য়
বলো নারে ও ভোলা মন….
ভবো নদী কেমনে দিবে পারি ২য়


গীতিকার ও সুর কার জামাল উদ্দিন জীবন
রচনা কাল: ২৭.১০.২০১৯ রাত্রি ১টা ত০ মিনিট।