ঘোর বিপদে তোমার নামে বড় শান্তি পাই
ওগো দয়াময় তুমি ছাড়া হবে কি উপায় ২য়
তোমার নাম থাকলে স্মরণ হবে কি মরণ ?
হেসে খেলে পার হবো তোমার নৌকায় ২য়


তুমি রহিম রহমান গাই নামের গুণগান
হৃদয় মনের সকল জ্বালা নামেতে জুড়াই ২য়
জীবনের মনের আসা পাইতে চরণ ধূলি
অঙ্গে মেখে দিব পারি অকুল দরিয়া  ২য়


সঙ্গের সাথী ছিলো যারা একে একে গেল চলি
পারের ঘাটে এসে দেখি নূর নবীজি ঘাটের মাঝি ২য়
দুরুদ পড়ি ঐ নামেতে রে ভবো সাগর দিব পারি
নুর মোহাম্মদ কামলি ওয়ালা পারের কাণ্ডারি দয়াময় ২য়


গীতিকার ও সুর কার জামাল উদ্দিন জীবন
রচনা কাল ০৮।১০।২০২০