আমি তোমায় পাব বলে আসায় আছি
কত দিন এই না পথের মাঝে বইয়া ২য়
ও দয়াল তুমি দিন ভিখারি বানাইলা
ওরে মুর্শিদ আজ পথের কাঙ্গাল করিলা  ২য়


যত দুঃখ আমার মনে সইতে নাহি পারি
কারে বলবো প্রাণের কথা দরদী আমারি  ২য়
পুড়াও আমার মনের আসা বাসনা করি
তোমার দয়ার কাঙ্গাল জগতের ভিখারী  ২য়


সবাইকে কাছে ডাক আমায় রাখলে দূরে
দিবা নিশি কেঁদে কেঁদে স্মরণ করি তোরে  ২য়
আর কত দিবে ব্যাথাগো যাতনা রয় অন্তরে
আমি মরলে কে ডাকিবে বিনয় করে তোরে  ২য়


তোমার ছিলাম তোমার রব দাশ রাঙ্গা চরণে
জীবন বলে মন মিশাইয়া থাকব তোমার সনে  ২য়
তুমি শেষ বেলা দিও দেখা আমার নিদান কালে
পাপীতঙ্গ শীতল হবে বিদায় বেলা চরন ধূলি পেলে  ২য়
রচনাকাল : ৮/১১/২০২২