আমি যেদিন হতে  তোমায় দেখেছি
জামাল উদ্দিন জীবন


আমি যেদিন হতে  তোমায় দেখেছি
সেদিন হতে তোমার আপন হয়েছি ২য়
তুমি এমনি করে ভালো বাস আমারে
বন্ধু তোমার প্রেমে মড়া ভবের বাজারে ২য়


আমি দিবসে নিশিতে শুধু তোমায় ভাবি
দু নয়নে শত ছবি সম্মতির পাতায় আঁকি ২য়
যত্ন করে রাখব ধরে পেলে হৃদয় মাজারে
বন্ধুরে তোমার প্রেমে মড়া ভবের বাজারে ২য়


তোমায় নিয়ে দেখি বাসর গড়া সুখের স্বপন
তুমি আমার এই জীবনে বুকের মানিক ধন ২য়
আপনার চেয়েও বেশি আপন জানে অন্তর
তুই বিহনে আমার জীবন মরুর উত্তপ্ত প্রান্তর ২য়


তোমায় দেখার আসে কান্দে পুড়া দুই আঁখি
কত ভালোবাসি তোরে কভু দিস নারে ফাঁকি ২য়
তোমায় ছাড়া ত্রি ভুবনে একাকী কেমনে বাঁচি
জীবন বলে আড় জনমে পাবে তোমার আছি ২য়
রচনাকাল :০২/১১/২০২৩