আমার মন হইল এক অচিন পাখি
জামাল উদ্দিন জীবন


আমার মন হইলো এক অচিন পাখি
তারে চেনা বড় দায় তারে চেনা বড় দায়।।
আদর যত্লো পুষলাম তারে হৃদয় খাঁচায়
পাখি আমায় ফাঁকি দিতে চায় উড়ে যেতে চায়।।


এত করে বুঝাই তারে যাসনে তুই আমায় ছেড়ে
আপন ভেবে সব দিয়েছি মনেরই মায়ায় আমার।।
প্রেম প্রতিদান দিলি অমূল্য দান ভুলিয়া আমায়
পোষা ময়না গগনে উড়ে যেতে চায় ফাঁকি দিতে চায়।।


নিষ্ঠুর পাখি গেলো ছেড়ে আমায় এখন একা করে
জগতে তার প্রেমে মজে আমার বেঁচে থাকা দায়।।
অচিন পাখি আত্ম ভোলা আমারে দিল শুধুই জ্বালা
ভেবে লেখক জীবন কয় ভেবে কবি জামালে কয়।।
রচনা কাল ২৩/০৯/২০২১