আমার বন্ধুরে হারাইয়া
জামাল উদ্দিন জীবন।


আমার বন্ধুরে হারাইয়া
রইলাম পড়ে একেলা ২য়
হৃদয়ে ব্যথার পাহাড়
প্রাণ পাখি হয় চঞ্চলা ২য়


থাকিস বন্ধু মহা সুখে
সেল দিয়া মোর বুকে ২য়
লোক সমাজে হই দুষি
ভালোবেসে তোমাকে ২য়


চাঁদের আলো নদীতে পড়ে
দেখতে লাগে কতই ভালো ২য়
বন্ধু তুমি ছিলে জগত মাঝে
আমার দুই নয়নের আলো ২য়


আমার স্বপ্ন গুলো মরে গেছে
ও আধারে ঘেরা সুখের ভুবন ২য়
কবি জীবন বলে তোমার পাশে
বিরাজ করে কত শত প্রিয় জন ২য়
রচনাকাল : ২৩/১০/২০২৩