আমার মনে কি যে ব্যথা
ওরে অন্যে কি কিতা জানে।।
আমার প্রাণে কি যে ব্যথা
আমি বলিনি কারো সনে।।


এই ছিল তোর মনেরে বন্ধু
নিষ্ঠুর এই ছিল তোর প্রাণে।।


আপন জেনে দিয়ে ছিলাম মন
পর ভাবিয়া কাদায় সারাটি জীবন।।
ভুবনে কলঙ্কের মালা সঙ্গী হলোরে
জাতি কুল মান সকলি ডুবিল প্রেমে।।


ব্যথার ঢালি মাথায় মনে যন্ত্রনা লইয়া
দেশ বিদেশে ঘুরলাম সই পাব বলিয়া।।
আসার বাসা ভেঙ্গে গড় সুখের বাসর
খুঁজবে তুমি ছাড়ব যেদিন সুন্দর ভুবন।।


জীবন বলে প্রেম করিয়া হইলো নারে সুখ
না পাওয়ার বেদনাতে কাদেরে পোড়া বুক।।
বন্ধুর মন না বুঝিয়া প্রেম করিও না সনে
জিয়ান্তে মরবে দিবা নিশি কাঁদবে ভুবনে।।
রচনা কাল  : ১৬.০৮. ২০২০