এই দেহ ঘরের বড়াই করো
ঘর খানা কার বলতে পারো
ঘরের মালিকে একবার তালাশ করো
আমার চর্ম চোখে তার দর্শন হলো না


কোথায় আছে ঘরের মালিক দেখো না
কোথায় আছে দমের মালিক খোঁজ না


ঘরের মালিক হয় ছয় জনা
কারো কথা কেউ শুনে না
ভালো কাজের ধার ধারে না
সকলেই হয় মন্দের কারখানা


পেয়ে সাধের মানব জনম
না করিলাম সাধন ভোজন
বৃথাই গেলো সব আয়োজন
যাবার কালে সঙ্গে নিবে কোন জনা


তুই আপন আপন করেছো মন
জগতে মিছে সকল মায়ার বাঁধন
আপন স্বজন কোন কাজে আসবে না
জীবনে কয় ঘরের মালিক কে মন চিন না  


গীতিকার ও সুর কার জামাল উদ্দিন জীবন
রচনা কাল : ২৬।০৭।২০২১