এ কেমন প্রতিদান দিয়ে গেলে আমাকে
ভুলে যেতে বলেছ সকল স্মৃতি গুলোকে
হৃদয়ের ঘরে যার চির কালেরই বস বাস
কখনও ভালোবাসোনি ছিলো সব অভিলাষ


ভুলে যেতে বললেই কি কভু ভোলা যায়
মন মাঝে নিদারুণ ব্যথা আমাকে কাদায়
নির্জনে চুপি সারে দেখি ঐ চির চেনা মুখ
তোমাকে ভাব লেই জাগে মনে অবারিত সুখ


সুখের স্বপ্ন ঘেরা বাসর আঁধার করেছে গ্রাস
জ্বলে না আলোর প্রদীপ দুঃখ রয় বারো মাস
নীরব কান্না বেদনা যন্ত্রণা দিয়ে গেলে উপহার
ফিরে এসে চেয়ো নাকো আমি আর নই কার


রচনা কাল : ০৩।০১।২০২২
গীতি কার ও সুর কার : জামাল উাদ্দিন জীবন