ও বাউল গেরুয়াতো পরেছ, একতারাটি ধরেছ
দিকে দিকে ঘুরেছ ফিরেছ,
বলনা কোথায় পেলে তারে, নাকি খুঁজেই গেলে তারে ||


.        বল সেই মনের মানুষ
.        হায়গো সে জন কেমন মানুষ
দিশা যার খুঁজে খুঁজে নিজের পানে থাকে না হুঁশ,
গঙ্গা যমুনা বহে দুটি চোখের অঝোর ধারে,
বলনা পেলে কিনা তারে নাকি খুঁজেই গেলে তারে ||


আমার এই কিছু বোঝা শুধুই ‘বোঝা’
.        বাড়ে দিনে দিনে
এ বোঝা নামে না এ যে কমেনা
.        জ্বালা থাকে না গুরু বিনে |


আমাকে দুভাগ করে একটি ঘরে রেখেছ হে
আর একটি চুরি করে গেরুয়াতে ঢেকেছ হে,
দেখেছি বিবাদ ভারি মন দোতারার দুটি তারে,
জানি না কে জেতে, কে হারে, এই খেলারই সংসারে ||