কোনো হাতে মানায় কাঁকন কোথাও বাজুবন্ধ |
কোনো রাতে মানায় তারা কোথাও ফুলের গন্ধ ||


.        কোনো চোখ কাজল মেখে,
.                আলোয় আলো |
কেউ বা আবার কাজল ছাড়াই,
.                আরও কালো,
কোনো চোখে কান্না মানায়
.        কোথাও মনের দ্বন্দ্ব ||


কোনো কথা বলে বলেও ফুরায় না যে
কোনো কথা না বলাতেই বাঁশি বাজে |
কোনো নদী স্রোতে স্রোতে
.                রূপবতী
কেউ বা ছায়া বুকে ধরেই যশোমতী
কোনো মন নদী যখন
.   গতি বেগেই অন্ধ ||