কিসের আশায় বাধি গো ঘর
চোখ বুজিলেই সব কিছু পর
মিছেমিছি কাটছে বেলা ভবে;
থাকবে ঠিকই এই চরাচর
রাখবে না কেউ আমার খবর
চলে যাবো অন্য পারে যবে।


সেদিন ও তো উঠবে রবি
গাইবে গায়ক লিখবে কবি
আপন কাজে মত্ত রবে সবে
ফিরবে নীড়ে দূরের পাখি
সুরে সুরে উঠবে ডাকি
আমার কথা মনে কি গো রবে?


কত মানুষ যাচ্ছে চলে
আসছে কত দলে দলে
আসছি যখন যেতেই হবে
কেঁদে কেঁদে লাভ কি তবে
অপেক্ষায় দিন গুনছি বসে
মহাযাত্রা হবে আমার কবে