সত্য নাওয়ের নাবিক তুমি, মিথ্যায় যদি দিক হারাও
অন্তরে যপিলে আল্লাহ, আবার কূলের সন্ধান পাও
তিনি অকূল কুলের কান্ডারী...


মিথ্যায় তোমার বাড়ে দেনা, অনেক ধনে সুখ বাড়ে না
মনের আকাল করে নাকাল, এই রাত্রি আর হয়না সকাল
দয়াল চালান ভাবের জমিদারি...
তিনি অকূল কুলের কান্ডারী...


ওই আকাশটা কতো কাছে আমার মনে হয়
সাগর-পাহাড় অতি কাছে চোখের দেখায় সয়
তারও কাছে আমার বিধি কেউকি খবর লয়?
জন্ম-মৃত্যু দিয়া চিনি তাহার বাহাদুরী...
তুমি অকূল কুলের কান্ডারী...


মানুষ নামের পুতুল বানায়, সেই পুতুলেরে প্রেম শেখায়
প্রকৃতির এই অমোঘ নিয়ম-
এইসবেই পাইযে আমি খোদার পরিচয়
তিনি বিধি ভূবন সমঝদারী...
ও দয়াল তুমি অকূল কুলের কান্ডারী...



২৩/০৯/১৩
০৬:৪৭pm