পুড়েছি বিষম জ্বরে, জ্বলেছি আপন ঘরে
এই ঘর ঘর এই আলো-আঁধারির খেলা
তোমারে দিয়েছে ফাগুনের বিকেল বেলা


একাকী এক রাত্রির জ্বালে আটকে পড়েছি
সকাল বুঝি আর এলো এলো করে এলো না
খুব যে কাছের মানুষ তাই করছে অবহেলা


আগুনের সাথে ফাগুনের কি সন্ধি হলো?
উত্তাপে কাটে না আঁধার, তোমার কি দায় বলো!


পারো যদি নিও বুকে টেনে, সমুদয় নিয়ম মেনে
এবারও কি জমবে বেশ পৌষের সেই মেলা
যেমন হয়েছে আড়চোখে দেখা পহেলা একেলা


১৮/০২/১৯
০৩ঃ৩৫ দুপুর