অন্তর পোড়াইয়া তুমি পোড়াও আবার দেহখান
পাষাণ বন্ধুয়া আমার কইলজা ধরে দিলো টান


এমন পিরিতের নেশায় সাধের যৈবন গেলো রে
আমারে সে প্রেম শিখাইয়া নিজেই পোড়াইলো রে
কেমনে ভুলি তার এই দাগা অচল হইলো জীবনমান


আশার জীবন ভাসার জীবন, জীবন দুই রকম
দেখতে আমায় সতেজ লাগে আটকায় আসে দম
মনটা আমার জ্বলে শুধু হই যে কেমন পেরেশান


০১/১০/২০২০
০৮ঃ৫৬ রাত