একটি ফাগুন কালের কথা যাই কয়ে
কাব্যের পরতে নাটকের সংলাপে
ভুলে থাকি বিরহ ব্যঞ্জনা মূকাভিনয়ে


আহারে বসন্ত হাওয়া প্রাণের মিশেলে ছাওয়া
হলো না মিলনকালে তোমারে কাছে পাওয়া
তার রেশ বহুকাল অন্তরে যাবে রয়ে


আমি তুমি সে তিন জনে মিলে
নয়নের আলোয় খাই পূর্ণিমা গিলে
গানে গানে বিহঙ্গ নাচে তারার প্রশ্রয়ে


১৭/০৪/১৯
০২ঃ৩০ রাত