তোমার আমার কারও মুখে কথা নেই
বাতাসেও নেই সাড়া ;
জেগে জেগে যেন কথা বলে
ওই দূর আকাশের তারা ||


দু’জনেই কাছে তবু যেন কতদূর,
মুকুলের কানে মৌমাছি আনে সুর----
তোমার আঁখির পল্লবে মোর আঁখি যে নিমেষ হারা ||


তোমার আমার মতনই যেন গো রাতের ভাষা নাই,
কথাহারা এই স্বপ্নের মাঝে নিজেরে হারাতে চাই |
জানি না তো কেন দিলে তুমি মোরে ফুল------
এ রাতের শেষে মনে হবে সে তো ভুল |
হাসি দিয়ে যার শুরু হয় সে তো আঁখিজলে হয় সারা ||