সখি কালো আমার ভালো লাগে না,
ওর ভেতরে কালো বাইরে কালো
ওযে কলঙ্কেতে কালো তাই তো ওকে ভালো লাগে না |


ও সে যতই কালো হোক আমার ভালো লেগেছে,
তাই পটলচেরা চক্ষু দিয়ে চাকু মেরেছে |
হোকনা তার কালো বরণ, জানে ও বশীকরণ, ঐ কেলে ছুরি ( থুড়ি থুড়ি )
ঐ সুন্দরী আমায় ঘোল খাইয়ে ছেড়েছে ||


মুখে ওর ঘোমটা আছে, এদিকে আবার খেমটা নাচে,
বিধবার রঙ্গ ভারী কেলে সাপ অঙ্গে তারই ছোবল মেরেছে |
তোমার যা খুশী তাই বল আমার ভালো লেগেছে ||


আধফোটা ঐ রসকলি, সোহাগে যে পড়ে ঢলি ( রসকলি আবার কোথায় দেখলেন | )
ওকে যে চিনতে পারে গোকূলে সে বেড়েছে ||
মাইরি বলছি ভালো লেগেছে ||