পাখী জানে ফুল কেন ফোটে গো
ফুল জানে পাখী কেন গান গায়
রাত জানে চাঁদ ওঠে কেন গো
চাঁদ জানে রাত কার প্রাণে চায়


সুর আছে তাই বুঝি বাঁশিতে
মন চায় সুরে সুরে হাসিতে
নদী চায় সাগরে যে মিশিতে
সাগর নদীরে তাই কাছে পায়


কেন তবে ওঠে ঝড় হায়গো,
খেলাঘর কেন ভেঙে ভেঙে যায় গো
সীমার বাধনে আমায় বাধিতে চাও
যত ব্যথা মোর নীরবে সহিতে দাও
ধূলিতে যা আছে ধূলিতেই থাক পড়ে
ঝরা মালা রেখে গেনু তব পায় |