পাগলা গারদ কোথায় আছে নেই বুঝি তা জানা
ঘোড়ার কি ডিম হয় সেই ডিমে হয় ছানা ?
ঘোড়ার ডিমের না হোক ছানা চক্ষু ছানাবড়া----
পুরুষ নারীর কোনোদিনও নেইকো বোঝাপড়া |
পাগলা গারদ কোথায় আছে নেই বুঝি তা জানা |
যতই নারী পুরুষ সাজুক পোষাকে হাবভাবে---
নারীর গড়ন নারীর ধরণ বদলে কি আর যাবে ?
শাস্ত্র মতে তাই তো নারীর ঘোমটা খোলাও মানা ||


নারীরা আজ বিদ্রোহিণী পুরুষেরই অত্যাচারে
যা কিছু আজ করে নারী ন্যায্য নিজের অধিকারে |
আগের দিনে মান হ’লে তো খিল দিত সে গোসা ঘরে,
রাগলে এখন আর কথা নেই কোমর বেঁধে ঝগড়া করে |
ইসকাপনের বিবি সেজে চালাও বিবিয়ানা
আহা তাই কি হয় মেমসাহেব---
পাগলা গারদ কোথায় আছে নেই কি তোমার জানা ।।


আগের দিনে একটা তো নয় করতো পুরুষ দশটা বিয়ে,
গায়ের জোরে দাসী ক’রে গা টেপাতো বৌকে দিয়ে |
সেদিন গেছে আজকে নারী আগের মত নেইকো বোকা
তাদের নিয়ে বন্দী করে এখনো কি দেবে ধোঁকা
আহা শেষ হয়েছে নারীদ্বেশী শাসন খানি টানা |
এবার নিজেই খুঁজে দেখুন, কোথায় পাগলা গারদ খানা |


বেশতো তবে বুঝে সুঝে দাঁড়ি পাল্লায় ওজন করো
বুঝবে তবে পুরুষ নারীর দু’জনেরই কে যে বড় !
মোটেই না মোটেই না নারী পুরুষ সমান সমান
আছে যে তার অনেক প্রমাণ |
নারী পুরুষ সমান সমান অনিচ্ছাতেও মানতে পারি
লক্ষ ব্লেডেও কামালে যে উঠবে না তো গোঁফ আর দাঁড়ি |
হুর--রা রা পাগলা গারদ কোথায় আছে নেই বুঝি তা জানা  |