যদি চাঁদ আর সূর্য্য একই সাথে ওঠে
কে কার তুলনা হবে বলো
যদি মল্লিকা মাধবি একই সাথে ফোটে
কে কার তুলনা হবে বলো


দুটি পাখি একই গানে একই কথা বলে যায়
দুটি নদী পাশাপাশি একই দিকে বয়ে যায়
যদি মৌমাছি প্রজাপতি একই ফুলে জোটে
কে কার তুলনা করে বলো


দুটি মন একই গানে একই মন হয়ে যাক
দুজনের এ মিতালি চিরকালই রয়ে যাক
যদি হাসি আর বাঁশীতে থাকে এই ঠোটে
কে কার তুলনা হবে বলো