যেমন সাপিনীকে পোষ মানায় ওঝা
তেমনি ভালোবাসাকে পোষ মানায় এই রাজা ।
ভালোবাসা তার প্রজা ।।


কখন গন্ধ শুঁকে বলবো আহা খোশ মেজাজের টানে,
বেচারা ফুলগুলো সব তাকিয়ে আছে আমার মুখের পানে
অত সহজে তো মনে রেখো যায় না আমার বোঝা ।।


আমার কাছে ভালোবাসা নয়গো শাহজাদী
আমার হারেমে সে পর্দানশীন মাইনে করা বাঁদী ।


সার্কাসেরই সিংহ হ’য়ে প্রেম যে দেখায় খেলা,
ও সে) আমার কথায় ওঠে বসে এমনি মারের ঠেলা,
করি চাবুক মেরে ভালোবাসার শিরদাঁড়াটা সোজা ।।