যা খুশী ওরা বলে বলুক
ওদের কথায় কি আসে যায়
ওরাই রাতের ভ্রমর হ’য়ে
নিশিপদ্মের মধু যে খায় ।।


ওরা দিনের বেলায়
যাদের দেখে শুধু ঘৃণা ছেটায়
আবার রাতে তাদের বধূ করে,
পশুর খিদে মেটায়,
ওদের এমন যাদু দিনে সাধু,
নামাবলী ওরা পরে যে গায় ।।


তোমরা পান্থশালার সাকি সেজে,
যাদের পান পেয়ালা ভরো.
তাদের কাছে কি পেলে
তার হিসাব কেন করো,
ওরা যে গণ্যমান্য দেশবরেণ্য,
দশের প্রণাম ওদেরই পায় ।।