ঘর সংসার সবাই তো চায় কজনের আর মেটে আশা ,
টাকা থেকেও সবই ফাঁকা সখি না যদি পাও ভালবাসা ,
ঘর সংসার সবাই তো চায় ।


পেয়েছে যে প্রেমেরই স্বাদ ও সে চায়না মহল চায়না প্রাসাদ ,
কুড়ে ঘরেই স্বর্গ যে তার ভালবাসার ভালবাসা ।
ঘর সংসার সবাই তো চায় ।


যে বাড়িতে যাও না সখি জুড়াবে না বুকের জ্বালা ,
কমবে ব্যথা এই অসুখে পড় যদি প্রেমের মালা ,
জুড়াবে যে বুকের জ্বালা ,
সুখ সুখ সুখ সখি ঘুরছো মিছেই সুখের আশায় ,
লোভ লালসায় নেই কোনো সুখ ,
আছে সেই ভালবাসার সুখ সূর্য সুখ ।