ফুলে ঢাকা পাখী ডাকা সকালটা,
এই তুলি দিয়ে রঙ করা সকালটা
পটে আঁকা ছবি হয়ে গেছে,
তাই দেখে মন যেন কবি হয়ে গেছে


রেশমি রোদের ওই মাধুরী ছোঁয়া
আনে প্রাণে যেন যাদুরই ছোঁয়া
ফুটে থাকা ফুলগুলো তোমারই
সুন্দর হাসি হয়ে গেছে
তোমারই সেই কথাগুলো
ভ্রমরের গুঞ্জনে বাঁশি হয়ে গেছে


সুর বলে এ আবেশ মুছোনা
পূর্ব রাগের এতো সূচনা
খুশী যেন উড়ে চলা এক ঝাঁক
পাখীদের পাখা হয়ে গেছে
দুচোখের অঙ্গনে বর্ণালি
স্বপ্ন আঁকা হয়ে গেছে  |