এইতো আমার প্রথম ফাগুন বেলা
কেন তবে ঐ আকাশের নীলে
শ্রাবণ মেঘের খেলা ।।


আমিতো জানি নি আগে,
দখিনা গানে পাখীর কূজনে ব্যথা ভরা সুর জাগে
সাজানো হলো না ফুলের বাসর
ভাঙিল ফুলের মেলা ।।


ওগো প্রেমের রাখাল কাঁদে কেন তব বাঁশী?
চাওনা কি তবে একবার আমি হাসি!


আমি তো পাবো না ক্ষমা,
ভুল করে শুধু এজীবনে আমি ভুলই করেছি জমা ।
আঁধারে হারানো এ পথে আমার
পাথেয় যে অবহেলা ।।