ভুল সবই ভুল।
এই জীবনের পাতায় পাতায় যা লেখা, সে ভুল।
ভুল সবই ভুল।
এই শ্রাবণে মোর ফাগুন যদি দেয় দেখা, সে ভুল।।


প্রশ্ন করি নিজের কাছে কে আমি,
কোথায় ছিলাম, কোথায় যাবো এই আমি।
মেঘের ফাঁকে একটু চাঁদের ওই রেখা, সে ভুল।।


চলে গেলে ডাকবে না তো কেউ পিছু,
স্মৃতি আমার থাকবে না তো আর কিছু।
যদি ভাবি এই আমি আর নই একা, সে ভুল।।