বাসরের দীপ আর আকাশের তারাগুলি,
নিবিড় নিশীথে জেগে জ্বলবে
মনে হয় তাকে দেখে স্মরণের ব্যথাগুলি
আমায় মনের কিছু বলবে ||


হৃদয় গহন হতে স্বপন কুড়ায়ে লয়ে
সুরের খেয়ালী জাল বুনবো,
তোমার গোপন কথা শুনবো
মুখে রবে হাসি আর, চোখে চোখে চেয়ে শুধু
মন দেওয়া নেওয়া আজ চলবে ||


হয়তো ব্যাকুল হয়ে বাতাসের বাঁশীখানি
সেইক্ষণে কত সুর ধরবে
তাই শুনে বনছায় না ফোটার বেদনায়
কত ফুল ঝুলিতে যে ধরবে ||


এত যে জেনেছি আমি, মনে হয় আরও
যেন কত যে নিবিড় করে জানবো,
তোমায় আপন বলে মানবো
তবুও কি অকারণে  মিলনেরই ফুলমালা
অবহেলা ভরে তুমি দলবে ||