আমার জীবনে নেই আলো
আছে আলেয়ার হাতছানি
বলিতে পারিনা মুখে কিছু
আমারে বোঝনা তাও জানি ।।


ঝরে যাওয়া মালা শুধু জানে গো
কি যে ব্যথা বাজে এই প্রাণে গো
যে প্রদীপ নিভে যায় আঁধারে
সে তো আমারই ভাগ্য নেয় মানি ।।


সম্মুখের পথে ওগো চলিতে
যে ছায়া পিছনে তুমি ফেলে যাও
তারই মাঝে মিশে আমি থাকি গো
তাই আমারে দেখিতে তুমি নাহি পাও ।


যে স্রোত নদীতে ঐ বয়ে যায়
তার দুটি পাশে দুটি কুল আছে হায়
সেই স্রোত কার মন রাখে গো
তারে দুটি কুল নিতে চায় টানি ।।