ভুইলো না ভুইলো না রে মন
ভুইলো না তাঁহারে
শয়নে স্বপণে স্মরো
আরো নিদ্রা কি আহারে  ।।


কখন বান্দা ঘুমায়ে যায়
কখন বিপদ এসে পড়ে
কখন বান্দা ডেকে ওঠে
তারই সাড়া দেবার তরে
ও মন তোরে স্মরণ করে
ঘুমায় না ঘুমায় না প্রভূ
একটু ঘুমায় না রে ।।


অভাব যাহার শুধু বিনয়
ভাব করে যায় অভাব প্রণয়
তাই তিনি দয়াময় ।।


যায় আসে কি সব আশেকান
যদি যায় ভুলে
তাঁর কি ক্ষতি হলে আমার
পুড়লে)ভুলের মাসুলে
তবু করুনাময় মা'বুদ পরম
প্রেমময় বলে যাহারে ।।