মুজিব আমার রক্ত মাখা পতাকার ললাটে
মুজিব আমার স্বাধীনতার কবিতার মলাটে
মুজিব আমার বাংলাদেশের সকল পথে ঘাটে
মুজিব আজো রোজ সকালে সবুজ ঘাসে হাটে…..।।


মুজিব আমার রক্ত মাখা সূর্য যেন ওঠে
মুজিব আমার রক্ত পলাশ শিমুল হয়ে ফোটে
মুজিব আমার মস্ত ঘুড়ি আকাশ জুড়ে ছোটে
মুজিব আমার স্বাধীন ডানায় ওড়ে সাঁতার কাটে…..।।


কেড়ে নিলে একটি মুজিব কালো রাতের শোকে
রক্ত ফুটে বেরুল যে অশ্রু সবার চোখে….।।


কেড়ে নিল একটি মুজিব ঘাতক বুলেট এসে
কেড়ে নিল একটি মুজিব অগাস্টেরই মাসে
বাংলাদেশের হৃদয় সেদিন ধানমন্ডির পাশে
রক্ত মেখে পড়েছিল স্বাধীন দেশের মাঠে…..।।