বলি বলি করে আমার মনের কথাকলি
ফুটলো না আর মনের ভেতর হলো প্রেমের বলি!
রাতের কথা হারাই ভোরে যা জমে সকলি
পাই না আমি যতই খুঁজি মনের অলিগলি …


অনেক কথাই যত্ন করে রাখি মনের ভেতর
আবার ভাবি "শুনবে কি আর এসব কথা সে তোর?”
অনেক কথার গাথা মালা এমনি ছিঁড়ে চলি
নিজের ভেতর এমনি করে নিজেই নিভি জ্বলি….


হঠাৎ কোন রাতের শেষে তাকে বলা যাবে
সেই আশাতে প্রতিদিনই দেখি যে খোয়াবে
স্বপ্নখানি বুঝি আমার স্বপ্ন যে কেবলি
পায় না কি তাই শুনতে সে যে মনেরও কাকলি ...