কিছু গান পিছুটান কিছু অভিমান
থেকে যায় তবু চোখে ডেকে যায় বান
মাঝে মাঝে এই মন খুলে দিতে চাই
তার হাতে পোড়া মন তুলে দিতে চাই ।।


তার মুখ সুখ হয়ে কেন তবে ভাসে
কথা শেষে নিরবতা আবার তো আসে
তার মন অকারণ ব্যথা দিয়ে হাসে
জানে না কাঁটার খোঁচা ফুলে দিতে নাই ।।


কিছু ভুল ভুল করে যদি ফুল হতো
পেছনের সুখগুলো হতো না আহত ।।


ভুলের মাসুল আমি একা বয়ে যাই
সুখ খুঁজে মুখ বুজে তবু সয়ে যাই
কিছু ক্ষণ কারো মন দুলে দিতে তাই
ফুল ভেবে জানি হাত চুলে দিতে নাই ।।