আমি)দুঃখটাকে নিয়েছি
আমার অতি আপন করে
ভালোবাসা ভেবে কষ্টকে
হায়!)তুলেছি আমার ঘরে ।।


ব্যাথার চারায় জল ঢেলেছি
যত্ন করে গো খুব
জেনে বুঝে তবু  আখি জলে
দিয়েছি আমি যে ডুব ।।
বেসেছি জীবন দিয়ে ভাল
প্রেমের মরণ আমি ওরে ।


ভালোবাসার বেঁধেছি বাসা
যখনি আমি যে ডালে
কাল বোশেখি ভেঙেছে এসে
প্রতিবার ঝড় কালে ।।


সুখের সাধনা করি না আমি
দুঃখ করিরে চাষ
সুখ ভুলে গেছে মন
সেথা বেদনার বসবাস ।।
যখনি) গিয়েছি সুখের কাছে
সুখ গেছে দূরে সরে।