আমার দু' নয়নে ধরেছি দুই নদী
তবু প্রিয়ার মনে তৃষ্ণা মেটে যদি ।।


আমার এ ফাগুন হয়েছে রে আগুন
পোড়াক ও আমায় আরো সে বহুগুন
তবু সে ফিরে এলেই পুড়তে ক্ষতি নেই
পোড়াব এ বুকটা আমার নিরবধি ।।


কত গড়াবে জল চোখ থেকে এ বুকে
দেখে ঝর্ণা মরে হয়ত মাথা ঠুকে ।।


সব দুঃখ তুলে নেব আমার কোলে
মুখ বুজে সইব সব যাতনা এলে ।।
বুক ফাটা কষ্ট মেনে নেব যে আমি
আমার প্রিয়াকে গো পাবনা যে অবধি।