আজ বার বার মনে শুধু এই কথা ভাসে
জানি না কখন যে মরন চলে আসে
মা'বুদের কাছে যদি ক্ষমা নাহি পাই  
কি হবে? ভাবলে আমি ঘেমে ভিজে যাই..


রিক্ত এ হাতখানি একেবারে যে শুণ্য
আমলের খাতাতেও নেই কোন পূণ্য
তব দয়া বিনে কারো মুক্তি যে নাই
হয়ো না গোস্বা প্রভু পুড়ে হবো ছাই...


পেছনের পাপগুলো আজ তাড়া করে
কেঁপে কেঁপে উঠি আমি তোমারি যে ডরে
দু'চোখে অশ্রু নামে যেন বরষাই
তুমি বিনা আজ কোন নেই ভরসাই….